brand logo
blog

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩০ দিনের শর্টকাট সাজেশন

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩০ দিনের শর্টকাট সাজেশন

পরীক্ষা শিগগিরই শুরু হবে—এই খবর শুনে অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন, ভেবে- 'এতো দিন তেমন কিছু পড়া হয়নি, এখন কী করব? এত অল্প সময়ে কিভাবে ভালো প্রস্তুতি নেব? কীভাবে পরীক্ষায় পাস করতে পারব? আমি কি সত্যিই পাস করতে পারব?'

২০২২ সালে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৩২,৫৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে প্রায় ১৩ লাখ ৯ হাজার প্রার্থী আবেদন করেছেন।

প্রথমে মনে রাখবেন, কতজন পরীক্ষায় বসছে তা ভুলে যান। আপনি কেবল বিশ্বাস রাখুন, ৩২ হাজার নয়, যদি ৩২ জনও নিয়োগ পায়, আমি সেই একজন হব।

কারণ, আবেদনকারীদের মধ্যে অনেকেই পরীক্ষা দিচ্ছেন শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য, চাকরি পাওয়ার জন্য নয়। আবার এমনও আছেন যারা তেমন প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় বসবেন।

কিন্তু কিছু প্রার্থী আছেন, যারা চাকরি পেতে আগ্রহী এবং প্রস্তুতি নিতে চান, তবে কী পড়বেন আর কী বাদ দেবেন, তা বুঝতে পারছেন না। ফলে, সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না।

আবার বলছি, অনেকেই শুধু পরীক্ষায় অংশগ্রহণ করবেন, চাকরির জন্য নয়। তাই আপনি নিজের আত্মবিশ্বাস তৈরি করুন—যদি ৩২ জনও নিয়োগ পায়, আমি তাদের মধ্যে থাকব। আপনার এই মনোবলই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নেবে।

এখন আসি, এত অল্প সময়ে কী কী পড়বেন? যেহেতু সময় কম, সব না পড়ে কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ুন। অর্থাৎ, যেখান থেকে বেশি বা বারবার প্রশ্ন আসে, সেই টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়ুন।

প্রথমে চিন্তা করবেন কিভাবে গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করবেন। খুব সহজ—প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো খেয়াল করুন, দেখবেন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে। যদি সময় না থাকে, ‘প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis’ বইয়ের সাজেশন অনুসরণ করতে পারেন।

### বাংলা
বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি আসে, আর সাহিত্য থেকে কম। ২০টি প্রশ্নের মধ্যে ১৮-১৯টি প্রশ্ন ব্যাকরণ থেকে আসে, আর ১-২টি সাহিত্য থেকে। তাই, বাংলা সাহিত্য বাদ দিয়ে আগে ব্যাকরণ পড়ুন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সাথে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায় ও জসীমউদ্দীন এর রচনা পড়ে নিন। ব্যাকরণে কারক-বিভক্তি, এক কথায় প্রকাশ, সমাস, বাগধারা, সন্ধি, সমার্থক ও বিপরীত শব্দে জোর দিন।

### ইংরেজি
ইংরেজি গ্রামার থেকে ১৯-২০টি প্রশ্ন আসে, সাহিত্য থেকে এক বা দুইটি। তাই ইংরেজি সাহিত্য বাদ দিয়ে Parts of Speech, Tense, Preparation, Correct Spelling, Right form of Verbs, Subject Verb Agreement, Voice Change, Narration, Sentence Correction, Conditional Sentence এগুলো পড়ুন।

### গণিত
গণিতের জন্য বীজগণিতের মান নির্ণয়, শতকরা, লাভ-ক্ষতি, সুদ-আসল, গড়, সংখ্যা, উৎপাদক, অনুপাত ও ভগ্নাংশ পড়ুন। জ্যামিতির অংশে বিভিন্ন প্রকার কোণ, সমকোণী ত্রিভুজ, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র পড়ুন।

### সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৬ দফা, মুজিবনগর সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মোঘল আমল, ইংরেজ আমল ভালো করে পড়ুন।

সবশেষে, নিজের প্রস্তুতির মূল্যায়ন করুন মডেল টেস্টের মাধ্যমে। পরীক্ষা দিন এবং দেখুন কোন বিষয়ে আপনার দুর্বলতা রয়েছে। ভালো প্রস্তুতি থাকলে আপনি অবশ্যই সফল হবেন।

Related Topics

Pijush © 2024. All rights reserved.